বাগেরহাটের মোল্লাহাটে নিজেদের বাড়ির রান্নাঘর থেকে বাইজিদ মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় বাইজিদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বাইজিদ মিয়া মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ছেলে।
আনোয়ার মিয়া জানান, বাইজিদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী এক মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়েটিকে তার পরিবারের পক্ষ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ খবর পেয়ে গতকাল শনিবার রাতে গলায় গামছা পেঁচিয়ে বাড়ির রান্না ঘরে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বাইজিদ।