হোম > সারা দেশ > বাগেরহাট

প্রহরী-শ্রমিকদের জিম্মি করে ৮ ঘণ্টা ধরে গুদাম লুট

বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি

গুদাম থেকে লুট করা হয় বিভিন্ন ধরনের মালপত্র। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আওতাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে’ এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা বলেন, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরিহিত ১৫-২০ জন লোক নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এ সময় সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে ফেলে তারা। এরপর তারা কোম্পানির গুদামে ঢুকে সেখান থেকে অ্যালুমিনিয়াম বার ১৫ টন, তামার (স্কার্প) তার আড়াই টন এবং বৈদ্যুতিক তামার তার এক টন দুটি ট্রাকে করে নিয়ে রাত ৪টার দিকে পালিয়ে যায়। পরে নিরাপত্তাকর্মীরা বাঁধন খুলে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। ডাকাতদের কাছে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকেরা জানান।

হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান জানান, দুই দিন ছুটি থাকায় শ্রমিকেরা সন্ধ্যায় কারখানা ত্যাগ করেছিলেন। ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় আট ঘণ্টা অবস্থান করে। পরে ডাকাত দল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে চলে যায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘শনিবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে গিয়ে জানতে পারি, একদল ডাকাত নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানি থেকে বিভিন্ন মালামাল ও জিনিসপত্র নিয়ে গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তবে কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা