হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে দুই বস্তা গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই বস্তা গাঁজা (আনুমানিক ২০ কেজি) উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক মীর। অভিযানে কাভার্ড ভ্যানের পেছনের অংশে লুকানো গাঁজার চালানটি জব্দ করা হয়।

আটক তিনজন হলেন—নোয়াখালীর সুধারাম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক মীর আজকের পত্রিকাকে বলেন, ‘বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনকে বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা