হোম > সারা দেশ > বাগেরহাট

বৃষ্টিতে সবজি ও মাছের ২০ কোটি টাকার ক্ষতি, বিপাকে ১০ হাজার কৃষক

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বৃষ্টিতে সবজি ও মাছের প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পর দিন যত গড়াচ্ছে, সবজির ক্ষতির পরিমাণ তত বাড়ছে। বৃষ্টিতে এ উপজেলার কমপক্ষে সাড়ে ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।’

তবে চাষিদের দাবি ক্ষয়ক্ষতির এ পরিমাণ দ্বিগুণ হবে। এ ক্ষতির কারণে ঋণগ্রস্ত কৃষকেরা চরম বিপাকে পড়েছেন।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ জানান, এই উপজেলায় প্রায় ৩০ হাজার কৃষক পরিবার রয়েছে। এখানের মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৩৫ হাজার একর। গত তিন দিনের বৃষ্টিতে এখানে ধান, পান, টমেটো, বরবটি, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে ১৭ কোটি ৬৭ লাখ টাকার ক্ষতির হিসাব পাওয়া গেছে। এ ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

চিতলমারী জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, এ উপজেলায় ১৬ হাজার মাছের ঘের ও ৬ হাজার ৯৫৮ পুকুর রয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ ঘেরে বাগদা ও ১৩ হাজার ৫০০ ঘেরে গলদা চিংড়ির চাষ হয়। মাছচাষিরা উভয় ঘের ও পুকুরে চিংড়ি মাছের সঙ্গে সাদা মাছের চাষ করেন। এখানের চাষিরা বছরে ৫ হাজার টন গলদা চিংড়ি, ৩ হাজার টন সাদা মাছ ও ৪০০ টন বাগদা চিংড়ি উৎপাদন করে থাকেন।

গত তিন দিনের অতি বৃষ্টিতে এ উপজেলার সাড়ে ৫ হাজার চিংড়ি ঘের ও ৩০০ পুকুর ভেসে গেছে। এতে চাষিদের কমপক্ষে ১ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উমাজুড়ি গ্রামের মাছচাষি স্বপন মণ্ডল, কুরমুনি গ্রামের সবজিচাষি হৃদয় বসু বুদ্ধ, শ্যামপাড়া গ্রামের প্রকাশ মাঝি, মৃণাল বৈরাগী, প্রদীপ বৈরাগী, শ্রীরামপুর গ্রামের তাপস ভক্ত, পারডুমুরিয়ার উত্তম বাড়ৈ ও দুর্গাপুর গ্রামের অরুণ সরকারসহ অনেক চাষি জানান, তিন দিনের অবিরাম বৃষ্টিতে তাঁদের ঘেরগুলো তলিয়ে গেছে। নেটজাল ও পাটা দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। এখন দেনার দায়ে জর্জরিত। দেনা পরিশোধ করবেন কীভাবে তা নিয়ে চিন্তিত।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’