হোম > সারা দেশ > যশোর

যশোরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের অভিযোগ

­যশোর প্রতিনিধি

যশোরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা। ছবি: সংগৃহীত

যশোরে সম্রাট হোসেন (২৫) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত সম্রাট শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে বিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এ ঘটনা ঘটেছে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তাঁরা একখণ্ড জমিসহ বাড়ি কিনেছেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করেন। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যান। ওই জমির দখল নিতে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁর দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। তাতে তাঁর চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

যশোর হাসপাতালের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘সম্রাটের বাঁ চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্রাট রেলগেট এলাকার মাদক ব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম আসছে, তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’

আরও খবর পড়ুন:

রেলওয়ের জমিতে বহুতল ভবন নির্মাণ, প্রকৌশলীসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

সেই এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখাল ডিবি

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা

‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি