হোম > নারী > আইনি পরামর্শ

উত্তরণ

নারীদের তালাক দেওয়ার অধিকার আছে

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

ছবি: সংগৃহীত

আমার বয়স ১৮ বছর, স্বামীর ৪৫। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। আমার ননদ বিয়ের সূত্রে অন্য জেলায় থাকে এবং পারিবারিক ব্যাপারে নাক গলায়। নানা রকম মানসিক নির্যাতন সহ্য করেছি গত দেড় বছরে। আমার ভরণপোষণও ঠিকমতো দেয়নি তারা। বাড়ির একটি রুম নিয়ে পারলার দিয়েছিলাম। সেটার মাধ্যমে নিজের ও সংসারের খরচ মেটানোর চেষ্টা করতাম; কিন্তু তা নিয়ে অনেক কথা হতো বাড়িতে। কয়েক মাস আগে বাবা অসুস্থ হওয়ায় বাবার বাড়ি যেতে চাইলে শ্বশুরবাড়ির কেউই যেতে দিতে চায়নি। আমি জোর করে যাই। এরপর আর ফেরত যাইনি। অকথ্য ভাষায় কথা বলাসহ আমাকে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদও দেয় তারা। স্বামী ও ননদ ফোনে আমার মা-বাবাকে খারাপ ভাষায় গালমন্দ করেছে। এ জন্য কি জিডি করতে পারি? আমি ডিভোর্সের জন্য আইনিভাবে এগোতে চাই। করণীয় কী? নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল

স্বামীর সঙ্গে আপনার বয়সের পার্থক্য ২৭ বছর। পারিবারিকভাবে বিয়ে হওয়ায় ধরে নিচ্ছি যে আপনার এতে মত ছিল। কিন্তু বিয়ের পর স্বামী ও তার পরিবারের সদস্যদের দ্বারা নানা রকম মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া তারা ভরণপোষণ দিচ্ছে না। এসব কারণে আপনি স্বামীকে ডিভোর্স বা তালাক দেওয়ার অধিকার রাখেন। আপনাদের বিয়ে যদি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হয়, তাহলে নিকাহনামা রয়েছে। এর ১৮ নম্বর ক্লজ অনুযায়ী আপনার তালাক দেওয়ার অধিকার রয়েছে। সে পরিপ্রেক্ষিতে নিকটস্থ কাজি অফিসে গিয়ে স্বামীকে তালাকের নোটিশ পাঠাতে পারেন। তিন মাস পর তালাক কার্যকর হবে। আপনাদের বিয়ে যদি রেজিস্ট্রি ছাড়া হয়, অর্থাৎ সামাজিক নিয়মে বিয়ে হয়, কিন্তু কোনো রেজিস্ট্রেশন হয়নি; তাহলেও আপনি ডিভোর্স দিতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে আদালতের আশ্রয় নিতে হবে।

যে প্রকারেই ডিভোর্স দিন না কেন, সেটা কার্যকর হবে। আপনাকে মানসিকভাবে নির্যাতন করার জন্য চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জিডি করতে পারেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় মামলাও করতে পারবেন।

পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

জন্মনিবন্ধন করতে বাবার এনআইডি বা তথ্য বাধ্যতামূলক নয়

শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ স্বামীর হয়ে তালাক দিতে পারেন না

মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করা যায়

গণপরিবহনে হয়রানি, যেভাবে আইনি ব্যবস্থা নেবেন

কর্মস্থলে হয়রানি: আইনগত পদক্ষেপ নেবেন যেভাবে

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়