হোম > নারী > আইনি পরামর্শ

সম্পত্তি রক্ষায় আইনি অধিকার

প্রশ্ন: আমি একজন মুসলিম নারী। আমার একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর স্বামী দেশের বাইরে কাজ করতে যান। গত বছর তিনি সেখানে স্ট্রোক করে মারা যান। তাঁর মৃত্যুর পর সন্তানকে নিয়ে ভাইয়ের বাসায় থাকি। কারণ, স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি আমাদের খোঁজখবরও নেননি। জানার বিষয় হলো, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী আর সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?

নাসিফা, নরসিংদী

উওর: একজন মুসলমানের মৃত্যুর পরমুহূর্তেই তাঁর সম্পত্তিতে ওয়ারিশদের অংশ সৃষ্টি হয়। কাজেই আপনার স্বামীর মৃত্যুর পর ওনার স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আপনার এবং ছেলের অধিকার আছে। কারণ, আপনারা তাঁর ওয়ারিশ। আপনার প্রশ্নে এ কথা স্পষ্ট নয়, আপনার শ্বশুর-শাশুড়ি জীবিত আছেন কি না। যদি বেঁচে থাকেন, তাহলে আপনি ও আপনার ছেলের সঙ্গে তাঁরাও আপনার স্বামীর সম্পত্তিতে অধিকার পাবেন। যেহেতু আপনার ছেলে আছে, তাই স্ত্রী হিসেবে মৃত স্বামীর সম্পত্তিতে আপনি ৮ অংশের ১ অংশ লাভ করবেন। আপনার শ্বশুর-শাশুড়ি থাকলে তাঁরা প্রত্যেকে পাবেন ৬ অংশের ১ অংশ। সম্পত্তির বাকিটা পাবে আপনার ছেলে। যদি আপনার শ্বশুর বা শাশুড়ি কেউ না থাকেন, তাহলে আপনি ৮ অংশের ১ অংশ এবং বাকি সম্পত্তি আপনার ছেলে পাবেন।

পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন,বাংলাদেশ সুপ্রিম কোর্ট

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

জন্মনিবন্ধন করতে বাবার এনআইডি বা তথ্য বাধ্যতামূলক নয়

শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ স্বামীর হয়ে তালাক দিতে পারেন না

মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করা যায়

গণপরিবহনে হয়রানি, যেভাবে আইনি ব্যবস্থা নেবেন

কর্মস্থলে হয়রানি: আইনগত পদক্ষেপ নেবেন যেভাবে

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

হুমকিকে ভয় না পেয়ে আইনগত সহায়তা নিন

অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ভরণপোষণ বাবার দায়িত্ব