হোম > নারী

রেল যাত্রায় প্রথমবারের মতো নারী অ্যাটেনডেন্ট

ডেস্ক রিপোর্ট

যাত্রা শুরু করেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। ১ ডিসেম্বর কক্সবাজার থেকে প্রথম ট্রেনটি ছেড়ে আসে ঢাকার উদ্দেশে। এতে পরীক্ষামূলকভাবে ৯ জন নারী অ্যাটেনডেন্টকে যুক্ত করা হয়।

বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে প্রথম এই পদে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবালার কথা বিবেচনায় এনে অনেক যাত্রীই তাঁদের বলছেন ট্রেনবালা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রথমবারের মতো ২০টি কোচ নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় কক্সবাজার এক্সপ্রেস। প্রথম দিনে যাত্রী ছিলেন ১ হাজার ২০ জন। যাত্রীদের প্রয়োজনীয় সেবায় নিয়োজিত ছিলেন ২৪ জন অ্যাটেনডেন্ট বা ট্রেন হোস্টেস। তাঁদের মধ্যে রেলের ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেছেন ৯ জন নারী অ্যাটেনডেন্ট। ইতিমধ্যে আউটসোর্সিং পদ্ধতিতে ২৬ জন নারী অ্যাটেনডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তা ছাড়া আগামী ১ জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চালু হতে যাওয়া নতুন সুবর্ণ এক্সপ্রেসেও ২০ জন নারী অ্যাটেনডেন্ট দায়িত্ব পালন করবেন।

রেলের মহাপরিচালক (ডিজি) কামরুল আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় নারীর ক্ষমতায়নের ব্যাপারে বলেন এবং কাজ করেন। আমরাও এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে ৯ জন নারী অ্যাটেনডেন্টকে এই ট্রেনে সংযুক্ত করেছি। আমরা আশা করছি, তাঁরা ভালো সেবা 
প্রদান করবেন।’

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়

ভুলে যাওয়া এক নারী মেরিনা নেমত

আফ্রিকার লৌহমানবী সিরলিফ

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ