হোম > ল–র–ব–য–হ

মাথায় আপেল পড়ার পরেই কি মহাকর্ষ আবিষ্কার করেন নিউটন

ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!

জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!

মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।

নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।

রসায়নেও আগ্রহ ছিল নিউটনের 
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।

রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।    

মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।

সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে