একটি কাভার্ড ভ্যানে করে কয়েক ডজন মুরগি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছিল। পথে দরজা খোলা থাকার সুযোগে বেশ কিছু মুরগি ছড়িয়ে পড়ে সড়কে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের।
নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে যে, কাভার্ড ভ্যানের পেছনের দরজা খোলা ছিল। এ সময় ওল্ড ফুলটন স্ট্রিটের রাস্তার মধ্যে মুরগির কিছু খাঁচা পড়ে যেতে থাকে। এমনকি কিছু খাঁচা ভেঙে উন্মুক্ত হয়ে যায়। এ সুযোগে মুরগিগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে।
অবশ্য পুলিশের তৎপরতায় ঘটনা বেশি দূর এগোয়নি। কোনো মুরগিও দুর্ঘটনায় পড়েনি। পুলিশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় এবং কর্মকর্তা ও কর্মীরা খাঁচা জড়ো করে পলাতক পাখিগুলোক ধরতে তাড়া করেন। শেষ পর্যন্ত মুরগিগুলো রাস্তা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান পুলিশ সদস্যরা।