হোম > ল–র–ব–য–হ

সৈকতে ভেসে এল বোতল, ভেতরে চিরকুট

একটা সময় সাগরে বিপদে পড়া মানুষ বোতলে বার্তা পাঠাত। এমন চিরকুট পেয়ে এর সাহায্যে হারিয়ে যাওয়া বা বিপদগ্রস্ত মানুষ উদ্ধারের ঘটনাও আছে বিস্তর। সাম্প্রতিক সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এমন বোতল বার্তার ব্যবহার একেবারেই কমে গেছে। তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। এমনই একটি বোতল বার্তা ভেসে এসেছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত ব্রিটিশ শাসিত দ্বীপ কেম্যান দ্বীপের সৈকতে।

কেম্যান আইল্যান্ডের সৈকতে হাঁটা এক ব্যক্তি হঠাৎই আবিষ্কার করেন হাতে লেখা মেসেজ পুরে রাখা কাচের বোতলটিকে। ব্রায়ান ফেলপস নামের ওই ব্যক্তি জানান, উপকূল ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ কাচের বোতলটি চোখে পড়ে। ভেতরে রঙিন কাগজে হাতে লেখা বার্তা।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই-এর এক প্রতিবেদনে।

ফেলপস জানান, তিনি বোতলটি না খোলার সিদ্ধান্ত নেন। তবে তাঁর মনে হয়েছে পৃথিবী থেকে বিদায় নেওয়া কারও প্রতি পরিবারের সদস্যদের বার্তা ছিল বোতলের ভেতরে।

‘বিষয়বস্তু ব্যক্তিগত বলে মনে হওয়ায় পরের বার সেখানে গেলে আবার বোতলটি সমুদ্রে ফেলে দেওয়ার ইচ্ছা আছে আমার। যতটুকু দেখতে পেয়েছি তাতে বোতলটিতে মৃত ব্যক্তির উদ্দেশে ২০২১ সালে পরিবারের সদস্যদের লেখা তিন-চারটি চিঠি রয়েছে বলে মনে হয়েছে।’ ফেলপস বলেন কেম্যান কম্পাসকে।

সাম্প্রতিক সময়েই স্কটল্যান্ডের আঙ্গাসের টে এস্টুয়ারির (মোহনা) তীরে এক নারী ময়লা পরিষ্কারের সময় বোতলে ভরা একটি মেসেজ পান। ৪০ বছরে ছয় মাইল দূরত্ব অতিক্রম করে বোতলটি। জেনি স্মিথ নামের ওই নারী জানান, মেসেজগুলো লেখেন স্থানীয় তিনজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সামাজিকমাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হন তিনি।

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’