হোম > ল–র–ব–য–হ

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর টবিকিথ

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। 

চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।

এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়। 

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া