ল-র-ব-য-হ ডেস্ক
বিয়ে করো; ভালো স্ত্রী পেলে তুমি সুখী হবে, অন্যথায় দার্শনিক হবে
কাউকে বিয়ে করার আগে তাঁকে ধীর গতির ইন্টারনেট ব্যবহার করতে দিন, তাহলেই তাঁর আসল চেহারা বের হয়ে আসবে।
প্রত্যেক সফল ব্যক্তির পেছনে একজন চোখ রাঙানো নারী রয়েছেন।
আমার অপছন্দের এক নারীকে বরং বাড়ি কিনে দিতে চাই, তাও বিয়ে করব না।