যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ স্বচালিত বৈদ্যুতিক গাড়ির জন্য তৈরি করা টেসলার সফটওয়্যারের দাম বাড়িয়ে ১২ হাজার ডলার করা হবে। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। আগামী ১৭ জানুয়ারি তা কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ওই সফটওয়্যারের দাম ৮ হাজার থেকে ১০ হাজার ডলারে উন্নীত করা হয়েছিল। দুই বছর যেতে না যেতেই এর দাম ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। এই ‘ফুল সেলফ ড্রাইভিং’ সফটওয়্যারের ব্যাপক প্রসার হলে এর মাসিক সাবস্ক্রিপশনের দাম আরও বাড়বে বলে ওই টুইট বার্তায় জানিয়েছেন মাস্ক ।
এই সফটওয়্যারের একটি পরীক্ষামূলক হালনাগাদ সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে টেসলা। এটি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির লেন পরিবর্তন করা এবং বাঁক তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আরও পড়ুন: