হোম > প্রযুক্তি

এবার বৈদ্যুতিক গাড়ির বাজার মাতাতে চায় সনি 

প্রযুক্তি ডেস্ক

এবার বৈদ্যুতিক গাড়ির বাজার মাতাবে সনি গ্রুপ করপোরেশন। তা বাস্তবে রূপ দিতে চলতি বছরকেই বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। সনির বিনোদন প্রযুক্তি ও সেন্সর শক্তিমত্তা পরবর্তী প্রজন্মের গাড়ি তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রে সিইএস প্রযুক্তি মেলায় অংশগ্রহণের আগে সনি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কেনিচিরো ইয়োশিদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক যানবাহনের বাজারে প্রবেশ করতে মুখিয়ে আছে তাঁর প্রতিষ্ঠান। তা ছাড়া, ইমেজিং, সেন্সিং, ক্লাউড, ফাইভ-জি ও বিনোদন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ শিল্পে সনি নতুন মাত্রা যোগ করবে বলে বেশ আশাবাদী ইয়োশিদা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সনির নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস শক্তিমত্তার দৌড়ে পিছিয়ে পড়েছে বেশ আগেই। স্বচালিত যানবাহনের জন্য উন্নত মানের সেন্সর ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আছে টোকিওভিত্তিক প্রতিষ্ঠান সনি। বিশ্বের বৃহত্তম বিনোদন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভিডিও গেম ও ফ্র্যাঞ্চাইজি মুভির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দাপট দেখিয়ে আসছে সনি। এবার নিজেদের অডিও ও বিনোদনসংশ্লিষ্ট প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে পরবর্তী প্রজন্মের যানবাহন তৈরিতে বেশ জোরেশোরেই মাঠে নামতে যাচ্ছে এ টেক জায়ান্ট। বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দেওয়ার পর টোকিওতে সনির শেয়ারের দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। 

২০২০ সালের ডিসেম্বর থেকে সনির বৈদ্যুতিক গাড়ির একটি প্রোটোটাইপের পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ইউরোপের রাস্তায়। টেসলা বিশ্বব্যাপী এই শিল্পের দুয়ার উন্মুক্ত করলেও বর্তমানে অনেক বড় প্রতিষ্ঠান এ পথে হাঁটার পরিকল্পনা করছে। কয়েক বছরের মধ্যেই অ্যাপলও এ শিল্পে বেশ বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন অনেক বিনিয়োগকারী। ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ত্বরান্বিত করতে ৭ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে জাপানের টয়োটা মোটর করপোরেশন।

ন্যুড ছবি বিতর্ক, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হলো গ্রোক

‘মুক্তি পেয়েছি’: সোশ্যাল মিডিয়া ছাড়া এক মাস কেমন কাটল অস্ট্রেলিয়ার কিশোরদের

চিকিৎসা সচেতনতা বাড়াতে ‘চ্যাটজিপিটি হেলথ’ চালু করল ওপেনএআই

সান ফ্রান্সিসকোতে রোবোট্যাক্সি নামাচ্ছে উবার

২০২৬ সাল বদলে দেবে যে ৮ প্রযুক্তি

পোষা প্রাণীদের জন্য গ্যাজেট

ল্যাম্বরগিনি নিয়ে আসছে ডাবল ডেকার মোটর হোম

এআই প্রভাবের ঝুঁকিতে ব্যাংকিং খাতের চাকরি

এআই ছবি নিয়ে এক্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে ভারত, মালয়েশিয়া ও ফ্রান্স

শিশুদের ন্যুড ছবি বানিয়ে বিতর্কে গ্রোক, নিজের বিকিনি পরা ছবি দিয়ে মাস্কের সাফাই