হোম > প্রযুক্তি

টেসলার ৬.৮৮ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক প্রতিষ্ঠানটির আরও শেয়ার বিক্রি করলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৭ দশমিক ৯২ শেয়ার বিক্রি করেছেন ইলন, যার মূল্যমান ৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।

গত সপ্তাহে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের বার্ষিক সভার পর ৫, ৮ ও ৯ আগস্ট এই শেয়ার বিক্রয় হয়। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কয়েকটি ফাইলিং থেকে এ তথ্য জানা গেছে।

ইলন মাস্ক বলেন, ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনতে বাধ্য হওয়ার আশঙ্কায় তহবিল জোগাতে টেসলার শেয়ার বিক্রি করেন তিনি। গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তির পর শেয়ার বিক্রি করে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছিলেন মাস্ক। তবে সম্প্রতি চুক্তি অনুযায়ী টুইটার কেনার পরিকল্পনা বাদ দেওয়ার কথা জানান তিনি। চুক্তি ভঙ্গের অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার।

এরপর মাস্ক জানান, টুইটার কিনতে বাধ্য হলে যে তহবিলের প্রয়োজন হবে, তার জন্য জরুরি ভিত্তিতে টেসলার শেয়ার বিক্রির প্রয়োজন হতে পারে। এ ছাড়া অংশীদারেরা প্রতিশ্রুতি অনুযায়ী না-ও এগিয়ে আসতে পারেন। উদ্ভূত পরিস্থিতিতে শেয়ার বিক্রির কথা জানান তিনি। স্পেসএক্সের মালিক মাস্ক এখনো টেসলার সাড়ে ১৫ কোটি শেয়ারের মালিক।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি