হোম > প্রযুক্তি

থ্রেডসে যুক্ত হলো হ্যাশট্যাগের মতো ফিচার, ব্যবহার করবেন যেভাবে

এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থ্রেডসে নতুন ‘ট্যাগ’ অপশন নিয়ে এল মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ফিচার হ্যাশট্যাগের মতো এটি কাজ করবে। এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের পোস্টকে শ্রেণিবদ্ধ বা ক্যাটাগরাইজ করতে পারবেন। এর ফলে পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যাবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, এখন থেকে যেকোনো বিষয়কে থ্রেডসের পোস্টে ট্যাগ করা যাবে। বিশ্বের সব গ্রাহকের জন্য ধীরে ধীরে ফিচারটি ছাড়া হবে বলে মোসেরি নিশ্চিত করেন।

থ্রেডসের ট্যাগে ‘#’ চিহ্নটি দেখানো হবে না। ট্যাগের জন্য গ্রাহকেরা একটির বেশি শব্দ ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগে সাধারণত শব্দগুলো একই সঙ্গে থাকে এবং এর মাঝে কোনো স্পেস থাকে না। তবে ট্যাগ ফিচারের ক্ষেত্রে শব্দের মাঝে স্পেস থাকলেও সমস্যা নেই। একটি পোস্টের জন্য একটি মাত্র ট্যাগ ব্যবহার করা যাবে।

থ্রেডসের ‘#’ বাটন বা কি-বোর্ডের # কি ব্যবহার করে এই ট্যাগ ব্যবহার করা যাবে। এই ট্যাগ ব্যবহার করার সময় বিদ্যমান বিষয়গুলোর একটি তালিকা উপস্থাপন করা হবে। এই তালিকা থেকে গ্রাহকেরা ট্যাগ নির্বাচন করতে পারবেন অথবা নিজেও নতুন ট্যাগ তৈরি করতে পারবেন। ট্যাগের শব্দগুলোর মধ্যে স্পেস ব্যবহার এবং একটি ট্যাগের মধ্যে বিশেষ ক্যারেক্টারও অন্তর্ভুক্ত করা যাবে। 

ট্যাগের সঙ্গে # চিহ্নটি দেখা না গেলেও থ্রেডের পোস্টে এটি লিংকের মতো নীল রঙে দেখা যাবে। কোনো ট্যাগে ক্লিক করে এ বিষয়ে অন্যদের পোস্টও দেখতে পারবেন। ইনস্টাগ্রামের একজন প্রোডাক্ট ডিজাইনার বলেছেন, ট্যাগের মধ্যে ইমোজিও ব্যবহার করা যাবে। 

গত নভেম্বরে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করার সুবিধা দেয় মেটা। এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ, ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে থ্রেডস নিবিড়ভাবে যুক্ত ছিল। ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে এবং সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক