হোম > প্রযুক্তি

মালাবিতে কল টাইম নিয়ে এয়ারটেলের ধাপ্পাবাজি, ২২ কোটি টাকা জরিমানা

পূর্ব-আফ্রিকার দেশ মালাবির নিয়ন্ত্রকেরা ভারতী এয়ারটেলের স্থানীয় ইউনিট এয়ারটেল মালাবিকে প্রায় ২৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি প্রায় ২২ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশের গ্রাহকদের এয়ারটাইম নিয়ে প্রতারণা করায় এই জরিমানা করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

 মালাবির দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন মোবাইল অপারেটর এয়ারটেল মালাবিকে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা (স্থানীয় মুদ্রা) জরিমানা করেছে। 

ভারতী এয়ারটেল লিমিটেডের স্থানীয় ব্যবসায়িক ইউনিট হলো এয়ারটেল মালাবি। আফ্রিকা এবং এশিয়ার কমপক্ষে ১৮টি দেশে ব্যবসা করছে ভারতী এয়ারটেল। কোম্পানিটি নিজেদেরকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর হিসেবে দাবি করে থাকে। 

 দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অ্যাপোচি ইতিমু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রাহকদের বিভিন্ন অভিযোগের পর গত ১৬ সেপ্টেম্বর এয়ারটেল মালাবির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তিনি বলেন, এয়ারটেল মালাবি স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের অ্যাকাউন্টে মাসিক বোনাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

গ্রাহকদের বলা হয়েছিল, প্রতি মাসের ১৪ তারিখে বিনা মূল্যের এয়ারটাইমের জন্য অনুরোধ করতে। যারা এটি করতে ব্যর্থ হয়েছেন, তারা বোনাস পাননি। এর মাধ্যমে এয়ারটেল মালাবি পণ্য এবং বাণিজ্য সেবার শর্ত লঙ্ঘন করে ২ দশমিক ১ বিলিয়ন ওয়াচা মুনাফা অর্জন করেছে। দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবিকে একই পরিমাণ জরিমানা করেছে। 

ভারতী এয়ারটেলের বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলার। এটি যা মালাবির মোট অর্থনীতির প্রায় দ্বিগুণ। এ বিষয়ে দ্য কম্পিটিশন অ্যান্ড ফেয়ার ট্রেড কমিশন এয়ারটেল মালাবির মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন