হোম > প্রযুক্তি

আইফোনের প্রথম ট্রোজান ভাইরাসের আক্রমণ ঠেকাতে যা করবেন

আইফোনে ‘গোল্ডপিক্সএক্স’ নামের ভাইরাস আক্রমণ করছে। এটি আইফোনের প্রথম ট্রোজান ভাইরাস। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করে আক্রমণ করে ব্যবহারকারীর ফেস রিকগনিশনসহ সংবেদনশীল নানা তথ্য চুরি করছে। তাই এসব তথ্যের নিরাপত্তার জন্য ব্যবহারকারীকে সচেতন হতে হবে। 

সাইবার নিরাপত্তা বিষয়ক কোম্পানি গ্রুপ–আইবি আইওএসের এই ভাইরাস প্রথম লক্ষ্য করে। গত বছরের অক্টোবরে ভাইরাসটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণ করে। সেই সময় থেকে ভাইরাসটিকে এই কোম্পানি পর্যবেক্ষণ করছে এবং গোল্ডডিগার নামকরণ করে। ক্ষতিকর প্রোগ্রামটি একটি ব্যাংকিং ট্রোজান। ক্রিপ্টো ওয়ালেট, ব্যাংকিং অ্যাপ, ওই–ওয়ালেটকে লক্ষ করে হামলা করে অর্থ সম্পর্কিত তথ্য চুরি করে ট্রোজান ভাইরাস। কিন্তু এটির নতুন সংস্করণ আইফোনে হামলা করে। 

এটি এশিয়া প্যাসিফিক (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়) অঞ্চলের ব্যবহারকারীদের আইফোনে দেখা গেছে। 

আইফোনের নিরাপত্তার জন্য যা করবেন 
১. আইফোনের টেস্টফ্লাইট (বিভিন্ন অ্যাপল বেটা সংস্করণ এখানে পাওয়া যায়) থেকে কোনো অ্যাপ ডিভাইসের ইনস্টল করা থেকে বিরত থাকুন। 
২. অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন। আর জনপ্রিয় ডেভেলপারদের অ্যাপ নির্বাচন করুন। নতুন ডেভেলপারদের থেকে অপরিচিত অ্যাপ ইনস্টল না করাই ভালো। 
৩. সোর্স ভ্যারিফাই ছাড়া আইফোনে এমডিএম (মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট) প্রোফাইল ইনস্টল করা থেকে বিরত থাকুন। নিজের অফিস বা নির্ভরশীল প্রতিষ্ঠানের আইটি অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া এই প্রোফাইল ইনস্টল করা যাবে না। কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন ডিভাইস নিয়ন্ত্রণে এই প্রোফাইলগুলো তৈরি করা হয়। 
৪. ফোন কল, ভিডিও কল বা অন্যান্য মাধ্যমে নিজের সংবেদনশীল তথ্য শেয়ার করা যাবে না। (যেমন: জাতীয় পরিচয়পত্রের নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর) 
৫. কোনো আর্থিক অ্যাকাউন্ট নিয়ে সন্দেহ হলে, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করুন। তবে টেক্সেটের মাধ্যমে পাঠানো কোনো লিংকে প্রবেশ করা যাবে না বা সন্দেহজনক নম্বরে ফোন দেওয়া যাবে না। 
৫. আইফোনে সর্বশেষ সংস্করণের সফটওয়্যার ডাউনলোড করে রাখুন। 

তথ্যসূত্র: নাইনটুফাইভম্যাক

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি