হোম > প্রযুক্তি

ক্ষতিকারক কনটেন্ট প্রচার: মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না মালয়েশিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেবে না। মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। ক্ষতিকারক বিষয়বস্তু মোকাবিলায় এর আগে মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বিবেচনা করেছিল মালয়েশিয়ার সরকার। 
 
গত জুন মাসে মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানিয়েছিল—তারা জাতি, রয়্যালটি, ধর্ম, মানহানি, ছদ্মবেশ, অনলাইন জুয়া এবং স্ক্যাম বিজ্ঞাপন-সম্পর্কিত ‘অবাঞ্ছিত’ সামগ্রীর বিরুদ্ধে কাজ করতে ব্যর্থ হওয়ায় মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে গতকালের ঘোষণার মধ্য দিয়ে আগের অবস্থান থেকে সরে আসল মালয়েশিয়া সরকার। 

মেটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টি জানিয়ে ফাহমি ফাদজিল বলেন, ‘মেটা তার প্ল্যাটফর্মে (ফেসবুকে) এ ধরনের পোস্ট নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক এবং পুলিশসহ মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে।’ 

যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি না যে এই সময়ে এমসিএমসির কোনো আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি মনে করি, এই স্তরের সহযোগিতা খুবই ইতিবাচক।’ তবে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে জরিমানার মতো ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে। 

ফেসবুক মালয়েশিয়ার সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম। ধারণা করা হয়, ৩ কোটি ৩০ লাখ মানুষের দেশটির ৬০ শতাংশ জনসংখ্যারই কোনো না কোনোভাবে ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। 

এ ছাড়া, মন্ত্রী জানিয়েছেন—তাঁরা সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণের যে দাবি উঠেছে, তার পক্ষে নয় সরকার। এমনকি বিরোধী পক্ষের বিভিন্ন সংবাদমাধ্যম সাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ব্লক করার পক্ষপাতী নয় সরকার বলেও জানিয়েছেন তিনি।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের