হোম > প্রযুক্তি

৬৪ মেগাবাইটের বায়োস চিপ থাকছে গিগাবাইটের নতুন মাদারবোর্ডে

আজকের পত্রিকা ডেস্ক­

এই বড় বায়োস চিপে ওয়াই-ফাই ড্রাইভার আগে থেকেই সংরক্ষিত থাকবে। ছবি: গিগাবাইট

তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই মডেলে ব্যবহৃত চিপের ধারণক্ষমতা তার চারগুণ।

এই বড় বায়োস চিপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—এতে ওয়াই-ফাই ড্রাইভার আগে থেকেই সংরক্ষিত থাকে। ফলে নতুন কম্পিউটার সেটআপ দেওয়ার সময় আলাদা করে ওয়াই-ফাই ড্রাইভার খুঁজে ইনস্টল করতে হয় না। এতে ব্যবহারকারীর সময় ও ঝামেলা কমে যায়।

এই চিপের কারণে এখন উইন্ডোজ ১১ সেটআপ দেওয়া সহজ হয়ে যাবে। কারণ উইন্ডোজ ১১ সেটআপ দেওয়ার সময় এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট ব্যবহার করতেই হয়। অথচ ইন্টারনেট কানেকশন ছাড়া অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে মাদারবোর্ডে ড্রাইভার থাকায় ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হয় না।

গিগাবাইট শুধু ওয়াই-ফাই ড্রাইভারই যোগ করেনি, বরং আরও কিছু সুবিধা যুক্ত করেছে। যেমন—

ওয়াই–ফাই ইজেড–প্লাগ (Wi-Fi EZ-Plug): এটি ওয়াই-ফাই অ্যান্টেনা সহজে সংযুক্ত করার জন্য একটি ইউনিফায়েড অ্যাডাপ্টার।

ইজেড–ল্যাচ (EZ-Latch) ডিজাইন: এর অত্যাধুনিক ডিজাইনের কারণে পিসিএলই (PCIe) কার্ড ও এম ডট টু (M.2) এসএসডি সহজে ইনস্টল ও খুলে ফেলা যায়।

ইজেড ডিভাগ জোন: মাদারবোর্ডে কোনো সমস্যা হলে সহজে কারণ খুঁজে বের করার ব্যবস্থা।

থার্মাল প্যাড: মাদারবোর্ডে থার্মাল প্যাড থাকবে যা, এম ডট টু এসএসডি–এর তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে।

তথ্যসূত্র: টমস হার্ডওয়্যার

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও