হোম > প্রযুক্তি

টুডেস টপ টপিক— থ্রেডস ট্রেন্ডিং ফিচার আনল মেটা 

এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থ্রেডসে ট্রেন্ড দেখার ফিচার নিয়ে আসবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা বুঝতে পারবে প্ল্যাটফর্মটি কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। 

থ্রেডসের এক পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের ‘টুডেস টপ টপিক’ নামে ফিচারটি চালু করা হয়েছে। প্ল্যাটফর্মটির সার্চ অপশনে ও ফিডের বিভিন্ন পোস্টের মাঝে মাঝে ট্রেন্ডিং বিষয় দেখানো যাবে। 

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, যে কোনো মুহূর্তে ব্যবহারকারীরা কি বিষয় নিয়ে আলোচনা করছে, তার ওপর ভিত্তি করে এআই সিস্টেম ট্রেন্ডিং বিষয় নির্ধারণ করবে। 

থ্রেডসে রাজনৈতিক ও নির্বাচন সম্পর্কিত ট্রেন্ডও দেখা যাবে। গত সপ্তাহে মেটা ঘোষণা দেয়, ব্যবহারকারীর অনুমতি ছাড়া রাজনৈতিক পোস্ট ফিডে দেখানো হবে না। তবে ট্রেন্ডিং ফিচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটকে মেটার এ মুখপাত্র বলেন, কোনো রাজনৈতিক কনটেন্টে প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘিত হলে, তা সরিয়ে দেওয়া হবে। 

ফিচারটি এরই মধ্যে মেটার কর্মীদের জন্য তৈরি একটি অ্যাপে দেখা গেছে। 

মেটা বলছে, ট্রেন্ডিং বিষয়ের তালিকায় কি কি থাকবে তা এআই নির্ধারণ করবে। তবে কোন কোন বিষয় শুরুতে থাকবে তা পর্যবেক্ষণে রাখা হবে। কনটেন্ট তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত অ্যানালিস্ট টিম এগুলো পর্যবেক্ষণ করবে। এর ফলে মেটার নিয়ম ও নীতি লঙ্ঘন করে এমন বিষয় প্রকাশিত হবে না। ট্রেডিং বিষয়গুলো ভুয়া, অর্থহীন বা একই ধরনের কিনা তাও এই দল পর্যবেক্ষণ করবে। 

টুডেস টপ টপিক নামে ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। পরে অন্য দেশ ও ভাষায় ফিচারটি নিয়ে আসা হবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি