স্বচালিত গাড়ির জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছে জাপানি অটো মেকার টয়োটা মোটর করপোরেশন, যা ২০২৫ সালের মধ্যেই কোম্পানিটির স্বচালিত গাড়ির কার্যাবলি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। গতকাল সোমবার জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বচালিত গাড়ির বৈদ্যুতিক মোটর ও ব্যাটারি পরিচালনা থেকে শুরু করে বিনোদন ও নেভিগেশনের মতো সহায়ক কাজে উন্নত সফটওয়্যারের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। তাদের এই ব্যবস্থা জার্মান গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান ভক্সওয়াগনের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ২০২৪ সালের মধ্যে মার্সিডিজ-বেঞ্জ গাড়ির জন্য অপারেটিং সিস্টেম তৈরির কাজ চলছে।
টয়োটার মূল লক্ষ্য হচ্ছে ২০২৫ সালের মধ্যেই এই অপারেটিং সিস্টেমটিকে তার যানবাহনে স্থাপন করা। পরবর্তী সময়ে তাদের সহযোগী গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান সুবারুকেও এই সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে নিক্কেই এশিয়া।
তা ছাড়া, অন্যান্য তড়িৎচালিত বা স্বচালিত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে একটি লাইসেন্স নিয়ে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে। তবে এই অপারেটিং সিস্টেম নিয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি টয়োটা।