প্রতিযোগিতায় টিকে থাকতে এবার অগমেন্টেড রিয়েলিটি (এআর) চশমা আনছে অ্যাপল। প্রতিষ্ঠানটির সিইও টিম কুক এই প্রকল্পকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন। তাই এর ওপরই এখন পুরো মনোযোগ।
চশমাটি হালকা, আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর হবে, যাতে সারা দিন ব্যবহার করা যায়। উন্নত অপটিকস, স্মার্ট সফটওয়্যার ও পরিধানযোগ্য প্রযুক্তিতে এটি বাজারে এক ধাপ এগিয়ে থাকবে বলে প্রত্যাশা। তবে উচ্চ রেজল্যুশনের ডিসপ্লে, শক্তিশালী অথচ ছোট ব্যাটারি এবং প্রাইভেসি নিয়ে গবেষণা এখনো চলছে।
এ ছাড়া, অ্যাপল ভিশন প্রো হেডসেটের নতুন সংস্করণ এবং এআইযুক্ত ঘড়ি ও এয়ারপডস নিয়ে কাজ করছে।
সূত্র: গ্যাজেটস৩৬০