হোম > প্রযুক্তি

গুগলের জিবোর্ডে হ্যান্ডরাইটিংকে টেক্সটে পরিবর্তনের সুবিধা

জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।

এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে। 

ফিচারটি যেভাবে ব্যবহার করবেন

স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে। 

ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে। 

সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে। 

ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে। 

জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে। 

ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে। 

এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে। 

ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি