হোম > প্রযুক্তি

বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোকে ৩৮ লাখ টাকা অনুদান দেবে মেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোকে বড় অঙ্কের টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা। কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামের আওতায় এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুকভিত্তিক বড় বড় কমিউনিটি গ্রুপগুলোকে এমন অনুদান দেওয়া হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন উদ্যোগ নিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া কমিউনিটি লিডারদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন। 

আজ বুধবার মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিজের প্রধান সিদ্ধার্থ স্বরূপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধার্থ বলেছেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাঁদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাঁদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ৫টি দেশ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য থাকতে হবে একটি ফেসবুক গ্রুপ, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে ৫,০০০ এর বেশি।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব