হোম > প্রযুক্তি

বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোকে ৩৮ লাখ টাকা অনুদান দেবে মেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোকে বড় অঙ্কের টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা। কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামের আওতায় এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুকভিত্তিক বড় বড় কমিউনিটি গ্রুপগুলোকে এমন অনুদান দেওয়া হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন উদ্যোগ নিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া কমিউনিটি লিডারদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন। 

আজ বুধবার মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিজের প্রধান সিদ্ধার্থ স্বরূপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধার্থ বলেছেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাঁদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাঁদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ৫টি দেশ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য থাকতে হবে একটি ফেসবুক গ্রুপ, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে ৫,০০০ এর বেশি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি