হোম > প্রযুক্তি

বাংলাদেশের ফেসবুক গ্রুপগুলোকে ৩৮ লাখ টাকা অনুদান দেবে মেটা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোকে বড় অঙ্কের টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা। কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামের আওতায় এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুকভিত্তিক বড় বড় কমিউনিটি গ্রুপগুলোকে এমন অনুদান দেওয়া হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন উদ্যোগ নিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া কমিউনিটি লিডারদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন। 

আজ বুধবার মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিজের প্রধান সিদ্ধার্থ স্বরূপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধার্থ বলেছেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাঁদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাঁদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ৫টি দেশ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য থাকতে হবে একটি ফেসবুক গ্রুপ, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে ৫,০০০ এর বেশি।

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা