হোম > প্রযুক্তি

ইন্টারনেটে অড্রার গ্রাহকসেবা বাড়াবে ইভ্যালি

প্রযুক্তি প্রতিবেদক

ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।

পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।

অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।

 এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।

অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।

বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।

অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।

তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।

ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে  শিশুদের রক্ষা করবে অড্রা।

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার