হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামে ছবি এডিটে এআই টুল, যেভাবে ব্যবহার করবেন 

ছবির ব্যাকগ্রাউন্ড এডিটের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল নিয়ে এল ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা ছবির ব্যাকড্রপ পরিবর্তন করে মজার মজার ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবে। 

থ্রেডস প্ল্যাটফর্মে এই ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। সেই সঙ্গে ফিচারটি কীভাবে কাজ করে, তা নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ফোনের গ্যালারির যেকোনো ছবি নিয়ে এআই টুলটি ব্যবহার করে ব্যবহারকারীরা ছবির ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারবে। 

যেমন: ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো অনুষ্ঠানের রেড কার্পেট পরিবর্তন করা, ডাইনোসর আপনাকে ধাওয়া দিচ্ছে এমন ছবি তৈরি করা বা আপনার আশপাশে জীবজন্তু দিয়ে ভরিয়ে ফেলা। মজার মজার প্রম্পট ব্যবহার করে এ ধরনের ছবি এখন ইনস্টাগ্রামে তৈরি করা যাবে। এর জন্য আলাদাভাবে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই। 

ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ফিচারটি এখন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ছাড়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য দেশেও এটি চালু করা হবে। 

ফিচারটি যেভাবে ব্যবহার করবেন 

ইনস্টাগ্রাম স্টোরি লেআউটের ওপরে নতুন ‘ব্যাকড্রপ’ বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করলে নতুন ফিচারটি চালু হবে। টাইপ করে বিভিন্ন প্রম্পট বা নির্দেশনা দিলে এআই টুলটি ছবির জন্য নতুন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। 

স্টোরিটি পোস্ট করা হলে ছবির নিচে একটি ‘ট্রাই ইট’ স্টিকার দেখা যাবে। তখন অন্যরাও এই স্টিকারে ট্যাপ করে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবে। 

কিছুদিন আগে এআইভিত্তিক কাস্টম স্টিকারের সুবিধা এনেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে পরিবার, বন্ধু ও ফলোয়ারদের সঙ্গে কাস্টম স্টিকার শেয়ার করা যাবে। এ ছাড়া স্টোরির মতো রিলসেও লিরিক যুক্ত করার ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে গানের যেকোনো অংশের লিরিক যুক্ত করা যাবে। 

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন