হোম > প্রযুক্তি

এবার এক্সের প্রিমিয়াম গ্রাহকদের জন্য এল গ্রোক চ্যাটবট 

এক্সের (সাবেক টুইটার) প্রিমিয়াম গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক নিয়ে এল ইলন মাস্ক। গত মঙ্গলবার মাস্ক নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেয়। তবে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এই বিলিনিয়র। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ইলন মাস্কের স্টার্টআপ কোম্পানি এক্সএআই–এর একটি পণ্য হলো গ্রোক। ২০২৩ সালে ডিসেম্বরে শুধু এক্স প্রিমিয়ার প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যাটবট নিয়ে আসা হয়। চ্যাটজিপিটি ও গুগল বার্ড চ্যাটবটের মতো গ্রোকও একটি এআই চ্যাটবট। গ্রোককে প্রশিক্ষণের জন্য লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে।

টুইটার অধিগ্রহণের পরেই মাস্কের বিভিন্ন আচরণ ও সিদ্ধান্তের জন্য প্ল্যাটফর্মটিকে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। সেসসময় থেকেই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছেন বিজ্ঞাপনদাতারা। এরপর বিজ্ঞাপনের ওপর কোম্পানির নির্ভরশীলতা কমানো ওপর জোর দেয় মাস্ক। তাই তিনি আকর্ষণীয় সাবস্ক্রিপশন প্ল্যানের দিকে মনোনিবেশ করেছেন। গ্রাহকদের আর্কষণ করার জন্য সাবস্ক্রিপশন প্ল্যানে নতুন নতুন ফিচার যুক্ত করছে এক্স। এসব ফিচারের সর্বশেষ সংস্করণই হলো এই চ্যাটবট।

এই মাসের শুরুর দিকে মাস্ক বলেন, এক্সএআই গ্রোককে ওপেন সোর্স হিসেবে পরিবর্তন করবেন। একই সময় চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কিন কোম্পানি ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন ইলন মাস্ক। চুক্তি অনুযায়ী মানবতার সুবিধার জন্য ওই কোম্পানি কাজ করার কথা। কিন্তু মামলার অভিযোগে মাস্ক বলেন, মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে ওপেনএআই শুধু মুনাফার দিকে ঝুঁকছে।

যদি গ্রোককে ওপেস সোর্স হিসেবে উন্মুক্ত করা হয় তাহলে জনসাধারণ বিনামূল্যে এই প্রযুক্তির কোডগুলো ব্যবহার করতে পারবে। ফরাসি কোম্পানি মিস্ট্রাল এআই ও মেটারও এররকম ওপেন সোর্স এআই মডেল রয়েছে। গত বছরে ডিসেম্বরে মেটা, আইবিএমসহ বিভিন্ন কোম্পানি ও গবেষকেরা এআইকে আরও উন্মুক্ত প্রযুক্তি হিসেবে গড়ে তুলতে জোটবদ্ধ হয়।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি