হোম > প্রযুক্তি

মহারাষ্ট্রকে হটিয়ে ২০ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর প্রকল্প বাগিয়ে নিল গুজরাট

সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণের একটি বিশাল প্রকল্প নিয়ে ভারতের কয়েকটি রাজ্য প্রতিযোগিতায় নেমেছিল। ভারতেরই বেদান্ত লিমিটেড নামে কোম্পানিটি তাইওয়ানের কোম্পানি ফক্সকনের প্ল্যান্ট পরিচালনার জন্য উপযুক্ত স্থান খুঁজছিল। সর্বশেষ এই দৌড়ে এগিয়ে ছিল মহারাষ্ট্র এবং নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। অবশেষে গুজরাটের পক্ষেই শিকে ছিঁড়ল। প্রকল্প সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটিই জানিয়েছে। 

জানা গেছে, সেমিকন্ডাক্টর প্রস্তুতে ২০ বিলিয়ন ডলারের বিশাল প্রকল্প পেল গুজরাট। ভারতের সেমিকন্ডাক্টর বাজার ২০২০ সালে ছিল ১৫ বিলিয়ন ডলার। ২০২৬ সালের মধ্যে এই বাজারের আকার ৬৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেদান্ত লিমিটেড সেমিকন্ডাক্টর প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটকেই বেছে নিয়েছে। তাইওয়ানের ফক্সকনের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগের প্রথম বড় পদক্ষেপ হবে এটি। 

বেদান্ত সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির জন্য গুজরাট থেকে মূলধন ব্যয় এবং সস্তা বিদ্যুৎসহ আর্থিক এবং অ-আর্থিক ভর্তুকি পেয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এই প্রকল্পের মধ্যে আহমেদাবাদের কাছে ডিসপ্লে এবং সেমিকন্ডাক্টর প্ল্যান্ট থাকবে। 

প্রণোদনার জন্য লবিং করার সময় বেদান্ত ৯৯ বছরের লিজে বিনামূল্যে ১ হাজার একর জমি চেয়েছিল। সেই সঙ্গে ২০ বছরের জন্য কর রেয়াত এবং নির্দিষ্ট মূল্যে পানি এবং বিদ্যুৎ সুবিধাও চেয়েছিল বলে গত এপ্রিলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। 

তবে সর্বশেষ ঘটনার ব্যাপারে বেদান্ত বা গুজরাটের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের অফিসের কেউ মন্তব্য করতে রাজি হননি। 

সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষর হবে। মুখ্যমন্ত্রী প্যাটেল এবং বেদান্ত কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক ঘোষণাও আসবে বলে আশা করা হচ্ছে। 

পশ্চিমে মহারাষ্ট্র, দক্ষিণে তেলিঙ্গানা এবং কর্ণাটকসহ আরও কয়েকটি রাজ্য বেদান্ত-ফক্সকনের এই মেগা প্রকল্পের জন্য জমি ও অন্যান্য সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিল। কিন্তু শেষ পর্যন্ত গুজরাটের দাপটে কেউ টিকতে পারল না। 

বিশ্বের চাহিদার বেশিরভাগ চিপ উৎপাদন করে তাইওয়ানের মতো হাতেগোনা কয়েকটি দেশ। সাম্প্রতিক সময়ে ভারত চিপ উৎপাদন কোম্পানিগুলোকে প্ল্যান্ট নির্মাণে লোভনীয় সুযোগ-সুবিধার প্রস্তাব দিয়ে যাচ্ছে। 

ভারতের বেদান্ত লিমিটেড জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন ধাতুর ব্যবসা করে। গত ফেব্রুয়ারিতে চিপ উৎপাদনে বিনিয়োগের ঘোষণা দেয় তারা। 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি