হোম > প্রযুক্তি

এবার ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর তথ্য ফাঁস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর এবার লিংকডইনের ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হলো। হ্যাকারদের মধ্যে জনপ্রিয় একটি ওয়েবসাইটে প্রায় ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিষয়টি লংকডইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ সম্পর্কিত প্রথম তথ্য প্রকাশ করে সাইবার নিরাপত্তা সম্পর্কিত খবর ও গবেষণা প্রতিষ্ঠান সাইবারনিউজ। গত মঙ্গলবার তারা জানায়, একটি ওয়েবসাইটে বিপুলসংখ্যক লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য নিলামে তোলা হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর আইডি, নাম, ই–মেইল, ফোন নম্বর, লৈঙ্গিক পরিচয়, পেশা সম্পর্কিত তথ্যসহ গুরুত্বপূর্ণ নানা তথ্য।

লিংকডইন কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন ওয়েবসাইট ও কোম্পানির তথ্য এক করে এই তথ্যভাণ্ডারে তোলা হয়েছে বিক্রির জন্য।

এ সম্পর্কিত এক বিবৃতিতে মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের যেসব তথ্য ওই ওয়েবসাইটে নিলামের জন্য তোলা হয়েছে, তা মূলত ব্যবহারকারীদের প্রোফাইলে সবার জন্য উন্মুক্ত তথ্য। ফলে এটাকে ঠিক সেই অর্থে তথ্য ফাঁস বলা যাবে না।

লিংকডইন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বর্তমানে ৬৭ কোটি ৫০ লাখের বেশি মানুষ লিংকডইন ব্যবহার করেন।

ফেসবুকের ৫০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য ফাঁসের কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল। এটি নিঃসন্দেহে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। কারণ, ফেসবুক, লিংকডইনসহ সামাজিক মাধ্যমগুলো তাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে আসছে। কিন্তু এখন ব্যবহারকারীরা দেখছেন, এই নিরাপত্তা প্রতিশ্রুতি আদতে কিছু আর করতে পারছে না।

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার

ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধন কাল, যেসব সুবিধা মিলবে

বিটিসিএলের ডটবিডি ডোমেইন সেবায় মূল্যছাড়

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা