হোম > প্রযুক্তি

একঝাঁক বিনোদন তারকাকে চাঁদে নেবেন জাপানি ধনকুবের

প্রযুক্তি ডেস্ক

চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র‍্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়ার মুন’। 

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি স্পেসএক্স এই অভিযাত্রা পরিচালনা করবে। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিদের অনুসন্ধানের পর গত ৯ ডিসেম্বর ব্যবসায়ী ইউসাকু মায়েজাওয়া তাঁর সঙ্গীদের তালিকা প্রকাশ করেছেন। এই ফ্লাইটের সবচেয়ে হাই-প্রোফাইল তারকা হচ্ছেন মার্কিন ডিজে স্টিভ আওকি এবং দক্ষিণ কোরীয় তারকা টিওপি। আগামী বছরের জন্য নির্ধারিত ফ্লাইটটি ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ হতে পারে।

প্রস্তাবিত মহাকাশ ভ্রমণে মহাকাশযানটি চাঁদকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে। মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থান করবে। পৃথিবী ছেড়ে যাওয়া থেকে আবার ফিরে আসার মোট সময় ধরা হয়েছে ৮ দিন। 

তবে মার্কিন নিয়ন্ত্রকেরা মহাকাশযানটিকে চন্দ্র ভ্রমণ দূরে থাকুক, এখনো পৃথিবীর কক্ষপথেই ভ্রমণের অনুমোদন দেয়নি। এই রকেটেই ক্রুদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে। 

 ২০২১ সালের মে মাসে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করার পর থেকে মহাকাশ যানটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ মাস ধরে ফেলে রাখা হয়েছে। কিন্তু মায়েজাওয়া তাঁর ক্রুদের নাম প্রকাশ করার ভিডিওতে রকেট নিয়ে এই বিলম্বের কোনো উল্লেখ করেননি। 

ঘোষিত ‘ডিয়ার মুন’ মিশনের সদস্যরা হলেন: 
টিওপি (চোই সেউং হিউন), একজন কে-পপ র‍্যাপার এবং বয় ব্যান্ড বিগ ব্যাং (দক্ষিণ কোরিয়া) এর প্রাক্তন লিড
নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি (চেক প্রজাতন্ত্র) 
ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম (আয়ারল্যান্ড) 
বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া (যুক্তরাজ্য) 
চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল (যুক্তরাষ্ট্র) 
অভিনেতা দেব যোশি (ভারত)

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব