হোম > প্রযুক্তি

একঝাঁক বিনোদন তারকাকে চাঁদে নেবেন জাপানি ধনকুবের

প্রযুক্তি ডেস্ক

চাঁদে এবার বেড়াতে যাবেন বিনোদন জগতের তারকারা। তাঁদের মধ্যে রয়েছেন—ডিজে, কে-পপ র‍্যাপার, চলচ্চিত্র নির্মাতা, একজন স্পেস ইউটিউবারসহ বেশ কয়েকজন পরিচিত মুখ। জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া তাঁর ব্যক্তিগত মহাকাশ যাত্রার সঙ্গী হিসেবে তাঁদের বাছাই করেছেন। মহাকাশ ভ্রমণের এই প্রকল্পটিকে তিনি নাম দিয়েছেন ‘ডিয়ার মুন’। 

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী কোম্পানি স্পেসএক্স এই অভিযাত্রা পরিচালনা করবে। গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিদের অনুসন্ধানের পর গত ৯ ডিসেম্বর ব্যবসায়ী ইউসাকু মায়েজাওয়া তাঁর সঙ্গীদের তালিকা প্রকাশ করেছেন। এই ফ্লাইটের সবচেয়ে হাই-প্রোফাইল তারকা হচ্ছেন মার্কিন ডিজে স্টিভ আওকি এবং দক্ষিণ কোরীয় তারকা টিওপি। আগামী বছরের জন্য নির্ধারিত ফ্লাইটটি ১৯৭২ সালের পর মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ হতে পারে।

প্রস্তাবিত মহাকাশ ভ্রমণে মহাকাশযানটি চাঁদকে বৃত্তাকারে প্রদক্ষিণ করবে। মহাকাশ যানটি চন্দ্র পৃষ্ঠ থেকে ২০০ কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থান করবে। পৃথিবী ছেড়ে যাওয়া থেকে আবার ফিরে আসার মোট সময় ধরা হয়েছে ৮ দিন। 

তবে মার্কিন নিয়ন্ত্রকেরা মহাকাশযানটিকে চন্দ্র ভ্রমণ দূরে থাকুক, এখনো পৃথিবীর কক্ষপথেই ভ্রমণের অনুমোদন দেয়নি। এই রকেটেই ক্রুদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে। 

 ২০২১ সালের মে মাসে একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করার পর থেকে মহাকাশ যানটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত ১৮ মাস ধরে ফেলে রাখা হয়েছে। কিন্তু মায়েজাওয়া তাঁর ক্রুদের নাম প্রকাশ করার ভিডিওতে রকেট নিয়ে এই বিলম্বের কোনো উল্লেখ করেননি। 

ঘোষিত ‘ডিয়ার মুন’ মিশনের সদস্যরা হলেন: 
টিওপি (চোই সেউং হিউন), একজন কে-পপ র‍্যাপার এবং বয় ব্যান্ড বিগ ব্যাং (দক্ষিণ কোরিয়া) এর প্রাক্তন লিড
নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার ইয়েমি এডি (চেক প্রজাতন্ত্র) 
ফটোগ্রাফার রিয়ানন অ্যাডাম (আয়ারল্যান্ড) 
বন্যপ্রাণী ফটোগ্রাফার করিম ইলিয়া (যুক্তরাজ্য) 
চলচ্চিত্র নির্মাতা ব্রেন্ডন হল (যুক্তরাষ্ট্র) 
অভিনেতা দেব যোশি (ভারত)

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি