হোম > প্রযুক্তি

চ্যাটজিপিটি, বার্ডের প্রতিদ্বন্দ্বী ‘ট্রুথজিপিটি’ আনবেন ইলন মাস্ক 

প্রযুক্তি ডেস্ক

গত ৯ মার্চ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান চালু করেছেন মাস্ক। এর মাধ্যমে এআইয়ের প্রতিযোগিতায় নাম লেখালেন টুইটার ও টেসলার প্রধান নির্বাহী। সম্প্রতি, চ্যাটজিপিটি ও বার্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন একটি বিকল্প তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গণমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন এই বিকল্পের নাম ‘ট্রুথজিপিটি’ রাখার কথা জানান মাস্ক। মূলত সত্য অনুসন্ধানী একটি এআই তৈরির কথা জানান তিনি, যা মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করবে এবং যেটি ক্ষতির তুলনায় উপকার বেশি করবে।

মাস্ক আরও জানান, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দেরিতে শুরু করায় এটি শুরু করতে যথেষ্ট অসুবিধার মুখে পড়বেন তিনি। তবে, মাস্কের এআই লক্ষ্যমাত্রা নিয়ে জল্পনা বেড়েই চলেছে। সম্প্রতি তিনি ‘এক্স ডটএআই করপোরেশন’ নামের ব্যবসার নিবন্ধনের উদ্দেশ্যে নথি জমা দিয়েছেন। 

মাস্ক সম্প্রতি কয়েক হাজার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কিনেছেন। ধারণা করা হচ্ছে, জিপিইউগুলো তাঁর নতুন প্রতিষ্ঠানের জন্য কেনা হয়েছিল। সম্প্রতি মাস্কের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জিপিইউ কেনা সম্পর্কে জানতে চাওয়া হলে মাস্ক তাঁর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেননি।

এর আগে শোনা যায়, চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ শুরু করেছেন মাস্ক। পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষকদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইগর বাবুসকিন একজন গবেষক। অ্যালফাবেটের মালিকানাধীন ডিপ মাইন্ডে কাজ করতেন তিনি। তবে সেই চাকরি ছেড়েছেন তিনি। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ল্যাব তৈরিতে ইগর বাবুসকিনকে নিয়োগ দিয়েছেন মাস্ক। তবে ইগর বাবুসকিন জানিয়েছিলেন, তিনি এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি