হোম > প্রযুক্তি

ইনস্টাগ্রামে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

কারও অ্যাকাউন্ট ফলো করার পরও হুট করে অনেকের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখা যায় না। সাধারণত ইনস্টাগ্রামে কেউ ব্লক করলে এমনটি হয়ে থাকে। আবার সেই ব্যক্তির অ্যাকাউন্ট ডিলিট বা অকার্যকর করলেও অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায় না। তাই কেউ আপনার অ্যাকাউন্ট আসলেই ব্লক করেছে কি না, তা জানতে কিছু কৌশল অবলম্বন করা যায়। 

ইনস্টাগ্রামে কেউ ব্লক করেছে কি না, তা ছয়টি উপায়ে জানা যায়। এগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো—

১. সার্চ ফিচার ব্যবহার করে
ইনস্টাগ্রামের সার্চ বক্সে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করার পরও যদি সেই অ্যাকাউন্ট দেখা না যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করে রেখেছেন। আবার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ইউজারনেম পরিবর্তন করার সুযোগ দেয়। তাই ব্লক না করলেও অনেক সময় সার্চ করে অন্যদের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় না। পাবলিক প্রোফাইলগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায়। যদি কোনো অ্যাকাউন্টে লেখা থাকে ‘This Account is Privaste’ তাহলে এই অ্যাকাউন্ট থেকে আপনাকে ব্লক করা হয়নি। তাদের প্রোফাইল দেখার জন্য ‘ফলো’ বাটনে ট্যাপ করুন। 

২. অন্য অ্যাকাউন্টের মাধ্যমে 
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ডিলিট বা অকার্যকর করলে সার্চ ফলাফলে সেই অ্যাকাউন্টের নাম দেখা যায় না। তবে বিষয়টি নিশ্চিত হতে অন্য কারও অ্যাকাউন্ট ব্যবহার করে সার্চ করতে পারেন। যদি অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ ফলাফলে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট দেখা যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছে। 

৩. ওয়েব সংস্করণের মাধ্যমে 
ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ সব অ্যাকাউন্টের আলাদা একটি প্রোফাইল পেজ থাকে। যেকোনো ওয়েব ব্রাউজার থেকে ইনস্টাগ্রামের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট নাম সার্চ (https://www.instagram.com/username/) করার পর যদি ‘Sorry, this page isn’t available’ লেখা থাকে, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছেন। 

আরও নিশ্চিত হতে নিজের অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে, ওয়েব সংস্করণে অন্য কারও অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর আবার ওই ব্যক্তির অ্যাকাউন্ট সার্চ দিতে হবে। যদি অন্য অ্যাকাউন্টে থেকে সার্চ ফলাফলে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট দেখা যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছে। আর না দেখা গেলে বুঝতে হবে, ওই ব্যক্তি অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছে বা অ্যাকাউন্টটি ডিলিট বা অকার্যকর করেছে। 

৪. আগের বার্তা দেখা 
ইনস্টাগ্রামে কেউ ব্লক করলে তাদের প্রোফাইল দেখা যায় না বা তাদের মেসেজ বা বার্তাও দেওয়া যায় না। তবে আগে থেকেই ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদান হয়ে থাকলে তা ইনস্টাগ্রাম দেখাবে। তাই ইনস্টাগ্রামের মেসেজ বক্সে নির্দিষ্ট অ্যাকাউন্টের নাম লিখে সার্চ করার পর ইনস্টাগ্রাম সেসব মেসেজ দেখা গেলেও যদি সেই অ্যাকাউন্টে প্রবেশ করা না যায়, তবে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছেন। 

৫. রি–ফলোয়িং 
অ্যাকাউন্টের প্রোফাইলে কোনো ছবি ও পোস্ট দেখা না গেলে অ্যাকাউন্টের আবার ‘ফলো’ বাটনে ট্যাপ করুন। কয়েক সেকেন্ডের মধ্যে বাটনটি ‘ফলোয়িং’ অপশন থেকে ‘ফলো’ অপশন পুনরায় দেখা গেলে বুঝতে হবে আপনাকে কেউ ব্লক করেছে। 

৬. অ্যাকাউন্ট মেনশন বা ট্যাগ করা
ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট থেকে ব্লক করা হলে সেই অ্যাকাউন্টকে মেনশন বা ট্যাগ করা যায় না। তাই ব্লক করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে নিজের যেকোনো পোস্টে সেই অ্যাকাউন্টকে মেনশন বা ট্যাগ করতে হবে। মেনশন বা ট্যাগ করা না হলে বুঝতে হবে আপনাকে সেই ব্যক্তি ব্লক করেছেন।

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও