হোম > প্রযুক্তি

উড়ুক্কু গাড়ি নিয়ে একত্রে কাজ করবে সুজুকি ও স্কাই ড্রাইভ

প্রযুক্তি ডেস্ক

এবার উড়ুক্কু গাড়ি নিয়ে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে জাপানের প্রখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর করপোরেশন ও শূন্য কার্বন নিঃসরণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্কাই ড্রাইভ ইনকরপোরেশন। বৈদ্যুতিক বিমান নিয়ে গবেষণা, উন্নয়ন এবং বিপণন নিয়ে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দ্বয়। গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

ওই বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুজুকির মোটরগাড়ির অর্ধেকেরও বেশির বাজার ভারত। তাই প্রাথমিক লক্ষ্য হিসেবে ভারতের দিকেই মনোযোগ প্রতিষ্ঠান দুটির। গত রোববার বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি তৈরির জন্য ভারতের কারখানায় ১০৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সুজুকি। 

এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটি তাদের অংশীদারত্বে কত বিনিয়োগ করবে সে বিষয়ে বিশদ কিছু জানায়নি। এমনকি উৎপাদনের সময়সূচি বা লক্ষ্যমাত্রার রূপরেখা প্রকাশ করেনি। 

স্কাই ড্রাইভ বর্তমানে একটি দুই আসনের বৈদ্যুতিক চালিত উড়ুক্কু গাড়ি নির্মাণে কাজ করছে। সুজুকি এই নির্দিষ্ট গাড়িতে কাজ করবে কিনা তা বিবৃতিতে বলা হয়নি। তবে ওই অংশীদারত্বে অটোমোবাইল, মোটরসাইকেল এবং আউটবোর্ড মোটর ছাড়াও উড়ুক্কু গাড়ি নিয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠান দুটি। 

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি