হোম > প্রযুক্তি

এক্সে হঠাৎ বিভ্রাট, প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক

বিশ্বজুড়ে কিছু সময়ের জন্য বিভ্রাটের সম্মুথীন হয়েছিল ইলন মাস্কের মালিকাধীন মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। আজ বুধবার (২৮ আগস্ট) ভোরে বিশ্বজুড়ে এই সমস্যার সম্মুখীন হয় প্ল্যাটফরমটি। এ জন্য মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে এক্স প্ল্যাটফরমে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। সংসবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

সব ওয়েবসাইট বিভ্রাটের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, এক্সের বিভ্রাটের বিষয়টি ২০ হাজারের বেশি ব্যবহারকারী নথিভুক্ত করেছেন। সেই সঙ্গে অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফরমে গিয়ে এক্স এবং এর সেবার অনুপস্থিতি সম্পর্কে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। 

ডাউনডিটেক্টর অনুযায়ী, এক্সে (পূর্বের টুইটার) প্রবেশ করতে না পারার বিষয়ে ২৭ হাজার ৭০০ রিপোর্ট নিবন্ধন করেছেন ব্যবহারকারীরা। সমস্যা শুরু হয়েছিল সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে। 

বিভ্রাটের সময় অ্যাপটির কোনো পেজ ঠিকমতো লোড হচ্ছিল না। এক্সে বারবার ‘পুনরায় চেষ্টা করুন’ লেখা দেখানো হচ্ছিল। 

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, এক্স ব্যবহারকারীদের মধ্যে ৬৮ শতাংশ অ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ২৬ শতাংশ ব্যবহারকারী ওয়েব সংস্করণে এই সমস্যা পেয়েছেন। এ ছাড়া এক্সের ৬ শতাংশ ব্যবহারকারী সার্ভার সম্পর্কিত সমস্যার কথা জানিয়েছেন। তবে বিভ্রাটের কারণ এখনো জানা যায়নি। 

এক্স ব্যবহারকারীরা সমস্যাটি সম্পর্কে থ্রেডস নামক প্ল্যাটফরমে পোস্ট করেন। সাম্প্রতিক বছরে এটি এক্সের একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। এখানে অনেকেই ‘টুইটার ডাউন’ হ্যাশট্যাগ ব্যবহার করেন। 

এক্সে এর আগেও এমন বিভ্রাট দেখা গিয়েছিল। গত ৯ আগস্ট প্ল্যাটফরমটি আরেকটি আউটেজের সম্মুখীন হয়েছিল এবং ডাউনডিটেক্টরে ৭ হাজারের বেশি অভিযোগ নথিভুক্ত হয়। তবে সে সময় সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রে ছিল। 

ব্যবহারকারীরা অন্যান্য সামাজিক মিডিয়া অ্যাপে গিয়ে আরেকটি ত্রুটি রিপোর্ট করেছিলেন, যা সমস্ত পোস্টকে ‘৩১ ডিসেম্বর, ১৯৬৯’ তারিখে দেখানো হচ্ছিল।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব