হোম > প্রযুক্তি

গুগলের ব্যবসায় ধীরগতি

চলমান অর্থনৈতিক মন্দার কারণে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় মন্থর গতি লক্ষ করছেন ওয়ালস্ট্রিটের বিশ্লেষকেরা। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার অ্যালফাবেটের প্রকাশিত ত্রৈমাসিক এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিটের বিশ্লেষকদের অনুমানের চেয়ে গুগলের বর্তমান আয় কিছুটা কম দেখা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়কালের মধ্যে গুগল আয় করেছে ৬ হাজার ৯১০ কোটি মার্কিন ডলার, যা এ বছরের এখন পর্যন্ত মোট আয়ের মাত্র ৬ শতাংশ বেশি। এ ছাড়া গুগলের ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে গত বছরের চেয়ে আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ইউটিউবের বিজ্ঞাপন খাতে আয় বেড়েছ মাত্র ২ শতাংশ। 

অন্যদিকে অ্যালফাবেটের শেয়ারমূল্য ৬ শতাংশ হ্রাস পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে চলমান অর্থনৈতিক মন্দাবস্থাকে এর জন্য দায়ী করেছেন। বিবৃতিতে পিচাই বলেন, ‘বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা আমাদের বিনিয়োগ খাতের দিকে নজর দিচ্ছি।’ 

গুগল ছাড়াও বেশ কিছু টেক প্রতিষ্ঠান চলমান অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাব তাদের অনলাইন বিজ্ঞাপন খাতে লক্ষ করতে শুরু করেছে বলে জানিয়েছে সিএনএন। উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি, মন্দার আশঙ্কাসহ রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধকে এই ব্যাবসায়িক মন্দার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব