হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ক্যামেরায় আসছে নতুন চমক, ছবি হবে আরও আকর্ষণীয় 

যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই। 

নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়। 

ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট। 

ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে। 

 নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে। 

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব