হোম > প্রযুক্তি

নাথিং ফোন-২

মাহিন আলম

মোবাইল ফোনের জগতে নানান জল্পনাকল্পনা তৈরি করে নাথিং ফোন-১ লঞ্চ হয়েছে গত বছরের জুলাই মাসে। শোনা যাচ্ছে, এ বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ করতে চলেছে নাথিং ফোন-২। মনে করা হচ্ছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ফোন লঞ্চ হতে পারে। অবশ্য এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের বাজারকে পাখির চোখ করে এই ফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে এর নির্মাণকারী প্রতিষ্ঠান নাথিং। নাথিং ফোন-১-এ মিডরেঞ্জ প্রসেসর ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটির সিইও কার্ল জানিয়েছেন, নাথিং ফোন-২-এ থাকবে ফ্ল্যাগশিপ চিপসেট। এ ছাড়া ফোনের সফটওয়্যারে বিশেষ নজর দেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন প্রথমবারের জন্য ফাঁস হয়েছে অনলাইনে। শোনা যাচ্ছে, এ০৬৫ এই মডেল নম্বর নিয়ে নাথিং ফোন-২ লঞ্চ হতে পারে। 

সম্ভাব্য ফিচার
› নাথিং ফোন-২ স্মার্টফোনে থাকতে পারে একটি এমোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এ ছাড়া ব্যবহার অনুযায়ী বদল হতে পারে রিফ্রেশ রেট।
› কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট থাকতে পারে নাথিং সংস্থার দ্বিতীয় ফোনে।
› প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
› এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার