হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ১৪— এর বেটা সংস্করণ আনল গুগল 

প্রযুক্তি ডেস্ক

দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি এনেছে গুগল। আগের সংস্করণগুলোর মতো এই বেটা সংস্করণও যে কেউ ইনস্টল করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ইনস্টল করতে হলে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইস প্রয়োজন হবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আপাতত গুগলের পিক্সেল ফোনগুলোতেই এটি ইনস্টল করা যাবে। নতুন এই সংস্করণ মূলত অ্যাপ নির্মাতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে। যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা করতে চান। 

গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪— এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। পিক্সেল ৪এ ও অন্যান্য ডিভাইসে এই সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।

বিগত বছর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর ঘোষণা দেয় টেক জায়ান্ট গুগল। ফলে, চলতি বছর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। এক ব্লগ পোস্টে গুগল এই তথ্য জানায়।

গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছিল। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল গুগল। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি