হোম > প্রযুক্তি

বাজারে এল অ্যাপলের ম্যাকবুক প্রো

অনিন্দ্য মজুমদার অর্ণব

ল্যাপটপের জগতে অ্যাপলের ম্যাকবুক প্রো প্রতিবছর সেট করে দেয় নতুন স্ট্যান্ডার্ড। তারই ধারাবাহিকতায় নতুন জেনারেশনের ম্যাকবুক প্রো লঞ্চ করল অ্যাপল।

১৪ ও ১৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এম২ সিরিজের চিপস। এ ছাড়া নতুন বছরের শুরুতেই ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার এনেছে মার্কিন সংস্থাটি। এই কম্পিউটারেও এম২ সিরিজের চিপস আছে। এম২ ছাড়াও এম২ প্রো চিপসে কেনা যাবে ম্যাক মিনি। অন্যদিকে ১৪ ও ১৬ ইঞ্চি মডেলের অ্যাপল ম্যাকবুক প্রো-তে থাকছে এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপস। ২৪ জানুয়ারি থেকে কোম্পানিটির অফিশিয়াল স্টোর থেকে ২৭টি দেশে এই ল্যাপটপ ও কম্পিউটার বিক্রি শুরু করবে অ্যাপল।

এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপ-চালিত ম্যাকবুক প্রো ১৪ ও ১৬ ইঞ্চি সংস্করণ পাওয়া যাবে। এটি এম১ ভ্যারিয়েন্টের চেয়ে ২০ শতাংশ বেশি দ্রুত গতির সিপিইউ পারফরম্যান্স দেবে। এ ছাড়া ৩০ শতাংশ বেশি দ্রুতগতির জিপিইউ পারফরম্যান্স পাওয়া যাবে নতুন চিপগুলোতে। উভয় আকারের জন্য তিনটি করে প্রিসেট অপশন রেখেছে অ্যাপল, যা কিনতে পারবেন ক্রেতারা। আবার চাইলে নিজের সুবিধামতো প্রসেসর, মেমোরি ও স্টোরেজ অপশন বেছে নেওয়ার সুযোগও রয়েছে।

এম২ প্রো চিপে চলা ম্যাকবুকটিতে ৮ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট, ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অন্য দিকে এম২ ম্যাক্স চিপে চলা ম্যাকবুকে রয়েছে ১০ কোর সিপিইউ, ১৬ কোর জিপিইউসহ ১৬ গিগাবাইট র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ম্যাকবুকগুলোতে থান্ডারবোল্ট ৪ পোর্টের পাশাপাশি একটি করে ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।

ম্যাকবুক প্রোর ২০২৩ মডেলে ব্যাটারি লাইফের উন্নতি এসেছে নতুন প্রসেসরের কল্যাণে। ১৪ ইঞ্চি ম্যাকবুক মডেলে ১৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১২ ঘণ্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং উপভোগ করা যাবে একবার ফুল চার্জে। অন্যদিকে ১৬ ইঞ্চি মডেলে ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১৫ ঘণ্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং পাওয়া যাবে।

নতুন ম্যাকবুক প্রো মডেলগুলোতে উন্নত কানেকটিভিটি ফিচার পাওয়া যাবে। ওয়াই-ফাই-৬-এর কল্যাণে এখানে ফাস্টার ওয়্যারলেস কানেকটিভিটি পাওয়া যাবে। আবার এদের এইচডিএমআই ২ দশমিক ১ স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়েছে, যা ৮কে ৬০ হার্জ ও ৪কে ২৪০ হার্জ সাপোর্ট করবে। ভ্যারিয়েন্টভেদে ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি পাওয়া যাবে আনুমানিক ২ লাখ ২০ হাজার, ২ লাখ ৭৫ হাজার ও ৩ লাখ ২০ হাজার টাকার মধ্যে। আর বিভিন্ন ভ্যারিয়েন্টের ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো পাওয়া যাবে ২ লাখ ৭৫ হাজার, ৩ লাখ এবং ৩ লাখ ৯০ হাজার টাকার মধ্যে। সব মডেল অ্যাপল অনলাইন স্টোরের মাধ্যমে কনফিগার করা যাবে।

সূত্র: অ্যাপল

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব