সাম্প্রতিককালে বৈশ্বিক সেমিকন্ডাক্টর চিপ খরা নতুন কিছু নয়। কিন্তু এর মাঝেও এই চিপ উৎপাদনে দাপিয়ে বেড়াচ্ছে চীনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর এ খাতে তাদের আয় বেড়েছে উল্লেখজনক হারে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রকাশ করা বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এসএমআইসির বোর্ড সেক্রেটারি গুও গুয়াংলি জানিয়েছেন, ‘বৈশ্বিক চিপ ঘাটতি এবং এসএমআইসির উৎপাদনের সক্ষমতাই আমাদের এ সুযোগ এনে দিয়েছে।’
আর্থিক বিশ্লেষক সংস্থা রেফিনিটিভ ডেটা অনুসারে, যা ২০১০ সাল থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের মধ্যে সর্বোচ্চ। গত বছর প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। যা এর আগের বছরের তুলনায় চার গুন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী চাহিদার কারণে ২০২১ সালে এসএমআইসির চিপ বিক্রি বেড়েছে ৩৯ শতাংশ। যার পরিমাণ প্রায় ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি।