হোম > প্রযুক্তি

সহজে আইফোনের ব্যাটারি পরিবর্তনে নতুন যে প্রযুক্তি আনছে অ্যাপল

আইফোনের ব্যাটারি পরিবর্তন করে ডিভাইসগুলো আরও দীর্ঘদিন ব্যবহারের সুযোগ দিতে নতুন প্রযুক্তি বিকাশের জন্য কাজ করছে অ্যাপল। এই প্রযুক্তির মাধ্যমে আইফোনের ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়াটি আরও সহজ হবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

আইফোনের ব্যাটারির কেসিংয়ের ডিজাইন বা নকশা পরিবর্তন করার জন্য কাজ করার কথা আগেই জানিয়েছিল এই টেক জায়ান্ট। তবে নতুন প্রযুক্তি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কোম্পানিটি। ইলেকট্রিক পণ্যে ব্যাটারি পরিবর্তনের ফিচার নিয়ে আসার জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করছে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল আইন। তাই ধারণা করা হচ্ছে, দ্রুতই এই সুবিধা নিয়ে আসতে পারে অ্যাপল। 

কোম্পানির এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, আইফোনের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে কাজ করছে অ্যাপল। ‘ইলেকট্রিক্যালি ইনডিউসড অ্যাডহেসিভ ডিবোন্ডিং’ প্রযুক্তি আইফোনের ব্যাটারি প্রতিস্থাপন করতে সাহায্য করবে। 
 
বর্তমানের আইফোন মডেলগুলোর ব্যাটারি ফয়েলে আবৃত থাকে এবং আঠালো স্ট্রিপ ব্যবহার করে এগুলো ফোনে লাগানো থাকে। অর্থাৎ, ফোন থেকে ব্যাটারি বের করার জন্য ব্যবহারকারীদের এক জোড়া চিমটি ব্যবহার করতে হয়। এটি কোনো সহজ প্রক্রিয়া নয়। এ সম্পর্কে অ্যাপলের সাপোর্ট পেজে আরও বিস্তারিত রয়েছে। 

প্রতিবেদন অনুসারে, কোম্পানিটি ভবিষ্যতের আইফোন ব্যাটারিগুলো ঢেকে রাখার জন্য ফয়েলের পরিবর্তে অন্য কোনো ধাতু ব্যবহার করতে পারে। নতুন প্রযুক্তিটি ব্যাটারিকে ‘সরিয়ে’ ফেলতে ও প্রতিস্থাপন করতে সাহায্য করবে। এই প্রযুক্তি হ্যান্ডসেট থেকে ব্যাটারি বের করার প্রক্রিয়া সহজ করলেও ব্যবহারকারীরা যেন নিজেরা ব্যাটারি পরিবর্তন করার চেষ্টা না করে, সে জন্য পরামর্শ দিতে থাকবে কোম্পানিটি। 

প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন ১৬ সিরিজের অন্তত একটি মডেলে ব্যাটারি পরিবর্তন করার প্রক্রিয়াটি আরও সহজ করবে অ্যাপল। তবে ২০২৫ সালের আইফোনের নতুন মডেলগুলোয় নতুন প্রযুক্তিটি ব্যবহার করা হতে পারে। 

গত বছর আইফোন ১৬ প্রো-এর সম্ভাব্য ব্যাটারির একটি ছবি ফাঁস হয়েছিল। ছবিতে দেখা যায়, ব্যাটারিতে একটি মেটাল শেল বা ধাতুর খোলস ব্যবহার করা হতে পারে। 

হার্ডওয়্যারের কোনো পরিবর্তন নিয়ে আসা হলেও ডিভাইস উন্মোচনের আগ পর্যন্ত তা গোপন করে রাখে অ্যাপল। আর এটি আসলেই নতুন কী কী পরিবর্তন নিয়ে আসবে অ্যাপল তা জানার জন্য আইফোনের ১৬ সিরিজ উন্মোচনের জন্য অপেক্ষা করতে হবে।

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি

ভারতে স্টারলিংকের মূল্য ফাঁস নিয়ে বিভ্রান্তি, বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি