হোম > প্রযুক্তি

সাবস্ক্রিপশন সেবা চালু হচ্ছে চ্যাটজিপিটিতে 

প্রযুক্তি ডেস্ক

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।

সম্প্রতি, ওপেনএআই একটি ওয়েব টুল চালু করেছে। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।

ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক