করোনাভাইরাস ধ্বংসকারী স্টিল তৈরি করেছেন হংকংয়ের গবেষকেরা। বিশ্বে যখন ওমিক্রন নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, তখনই এ তথ্য জানালেন বিজ্ঞানীরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গত ২৫ নভেম্বর ইউনিভার্সিটি অব হংকংয়ের একদল গবেষক একটি গবেষণায় এই স্টিলের কথা তুলে ধরেন। সেখানে বলা হয়, নতুন উদ্ভাবিত এই স্টিল তিন ঘণ্টার মধ্যে ৯৯ দশমিক ৭৫ শতাংশ করোনা ধ্বংস করতে সক্ষম। আর ছয় ঘণ্টার মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ করোনা ধ্বংস করতে সক্ষম।
গবেষণাটির নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অব হংকংয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক হুয়াং মিংক্সিন ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ইমিউনিটি অ্যান্ড ইনফেকশনের গবেষক লিও পুন। তাঁরা এই স্টিলটির পাবলিক প্লেসে পরীক্ষা চালানোর চেষ্টা চালাচ্ছেন। যদি পরীক্ষাটি সফল হয়, তাহলে বিমানবন্দর, ট্রেন, স্টেডিয়ামের মতো জায়গায় কম দামে এই স্টিল ব্যবহার করতে পারে। আর এতে সাধারণ জীবনে ফেরাটাও সহজ হবে।
গবেষকেরা জানান, স্টিলের মিশ্রণটিতে ব্যাপক আকারে জীবাণুবিরোধী ব্যবহার করা হয়েছে। তাই এটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
সাধারণ পরিস্থিতিতে করোনা ভাইরাসটি দুই দিনের বেশি পৃষ্ঠে থাকতে পারে।