হোম > প্রযুক্তি

টুইটারের সঙ্গে আইনি লড়াই, সংশোধিত পাল্টা মামলা ইলন মাস্কের

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি নাকচ করতে আইনি লড়াই চালাচ্ছেন। স্থানীয় সময় শুক্রবার তিনি টুইটার ইনকরপোরেশনের বিরুদ্ধে একটি সংশোধিত পাল্টা মামলা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, সম্প্রতি তথ্য ফাঁসকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিরাপত্তা ত্রুটি নিয়ে যে দাবি তুলেছেন, সেটিকে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে মাস্ক মামলাটি করেছেন।

এর আগে টুইটার কেনার সমঝোতা চুক্তি থেকে সরে আসায় ইলন মাস্কের বিরুদ্ধে গত ১২ জুলাই মামলা করেছে টুইটার। ওই মামলার বিপরীতে টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন মাস্ক।

এরপর গত মঙ্গলবার মাস্কের আইনজীবীরা বিচারকার্য পাঁচ দিন বিলম্ব করার দাবি করেন, যাতে ‘মুজ’ নামে পরিচিত একজন তথ্য ফাঁসকারী পিটার জাটকোর দাবির তদন্ত করা যায়। পিটার দাবি করেছিলেন, টুইটার তার সুরক্ষা ও তথ্য গোপনীয়তার দুর্বলতাগুলো লুকিয়ে রেখেছে।

টুইটারের বিরুদ্ধে প্রথম মামলায় মাস্ক দাবি করেছিলেন, টুইটার তাদের প্ল্যাটফর্মে স্প্যাম বা বট অ্যাকাউন্টের ব্যাপকতাকে ভুলভাবে উপস্থাপন করেছে।

গত মাসে জাটকোর অভিযোগগুলো প্রকাশ্যে আসে। তখন মাস্কের আইনজীবীরা বলেন, এই অভিযোগগুলো মাস্ককে ১ বিলিয়ন ডলার জরিমানার হাত থেকে বাঁচাতে পারে। সংগত কারণে ইলন মাস্ক সংশোধিত পাল্টা মামলা করলেন।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব