হোম > প্রযুক্তি

ইন্টারনেট ব্যবহার করে উত্তর দিচ্ছে চ্যাটজিপিটি

প্রযুক্তি ডেস্ক

চ্যাটজিপিটি চালুর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রতিদ্বন্দ্বী চ্যাটবট হিসেবে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে যাওয়া শুরু করেছে গুগলের ‘বার্ড’। এর অন্যতম কারণ হলো— বার্ডের ইন্টারনেট ব্যবহারের সুযোগ। তবে প্রতিদ্বন্দ্বীদের আরও পেছনে ফেলতে চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা নিয়ে এসেছে ওপেনএআই। ফলে চ্যাটজিপিটিতে এখন থেকে হালনাগাদ তথ্যসহ বিভিন্ন বিষয়ের ওপর উত্তর দিতে পারছে।  

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ মে টুইটারে এক পোস্টে ওপেনএআই ঘোষণা দেয়, ‘আমরা আগামী সপ্তাহে চ্যাটজিপিটির সমস্ত ‘প্লাস’ সাবস্ক্রাইবারদের জন্য ওয়েব ব্রাউজিং ও প্লাগিনের সুবিধা চালু করছি।’ 

আগে, চ্যাটজিপিটি শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।

এর আগে, চ্যাটজিপিটিতে চ্যাটের ইতিহাস সংরক্ষণ বন্ধ রাখার নতুন সুবিধা চালু হয়। ফলে চ্যাটগুলো ওপেনএআইয়ের ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হবে না।

গত ২৫ এপ্রিল এক ব্লগ পোস্টে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ঘোষণা দেয়, চ্যাটজিপিটিতে একটি নতুন সেটিং যুক্ত হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট সংরক্ষণ হওয়া বন্ধ রাখতে পারবেন। সংরক্ষণ বন্ধ রাখা হলে চ্যাটজিপিটির মডেলটিকে উন্নত করতে চ্যাটের তথ্য ব্যবহার করতে পারবে না ওপেনএআই। কথোপকথনগুলো ৩০ দিন রাখার পর ওপেনএআইয়ের সিস্টেম থেকে মুছে ফেলা হবে।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব