হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করবেন যেভাবে 

পড়াশোনো বা কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় মেসেজ, ফোনকল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নোটিফিকেশন বিরক্ত করতে পারে আপনাকে। তবে এসব নোটিফিকেশন বন্ধ করার সুযোগ রয়েছে। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড ব্যবহার করে এটি খুব সহজেই করা যায়। 

এ ছাড়া ‘অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স’ নামের একটি ফিচার ব্যবহার করে এ মোডের সময়সূচিও নির্ধারণ করা যায়। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও ক্রোমবুকে এই ফিচার ডিফল্ট হিসেবে থাকে। 

দুই উপায়ে ডু নট ডিস্টার্ব মোড চালু করা যায়। এর মধ্যে রয়েছে ‘কুয়েক সেটিংস’ ফিচার ও সেটিংস অ্যাপ। 

কুয়েক সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব চালু করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের কুয়েক সেটিংস প্যানেল থেকে ওয়াইফাইম ব্লুটুথসহ ডু নট ডিস্টার্ব মোড চালু বা বন্ধ করা যায়। দুই পদ্ধতির মধ্যে এটিই সবচেয়ে সহজ পদ্ধতি। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.অ্যান্ড্রয়ড ডিভাইস আনলক করুন ও স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে টানুন। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনের কুয়েক সেটিংস ফিচার প্যানেল চালু কর। 
২. প্যানেলটি ডানপাশে স্ক্রল করে ডু নট ডিস্টার্ব মোডটি খুঁজে বের করুন। এটি ‘DND’ হিসেবে লেখা থাকএ। 
৩. এই অপশনে ট্যাপ করুন ও চালু করুন। 
৪. ফিচারটি চালু হলে ফোনের স্ক্রিনের ওপরে স্ট্যাটাস বারে (যেখানে নেটওয়ার্ক, ব্যাটারির পারসেন্টেজেরন মতো তথ্য থাকে) সেটি দেখা যাবে। 

ফিচারটি বন্ধ করতে চাইলে ‘DND’ আইকোনের ওপর পুনরায় ট্যাপ করুন। 

অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব চালু করবেন যেভাবে
১.ফোনের সেটিংস অ্যাপটি চালু করুন। 
২. নিচের দিকে স্ক্রল করে ‘সাউন্ড অ্যান্ড ভাইবেশন’ অপশনে ট্যাপ করুন। 
৩. এরপর ‘ডু নট ডিস্টার্ব’ অপশনে ট্যাপ করুন। 
৪. স্ক্রিনের একদম ওপরে থাখা ‘টার্ন অন নাও’ অপশনে ট্যাপ করুন। 

ডু নট ডিস্টাবং ফিচার চালু করলে বিভিন্ন নোটিফিকেশন দেখানো হবে না। তবে অ্যালার্ম ও ক্যালেন্ডারের নোটিফিকেশন দেখানো হবে। 

ফোনের সব নোটিফিকেশ বন্ধ করতে চায় না অনেকেই। সেক্ষেত্রে নিদির্ষ্ট অ্যাপের ডু নট ডিস্টার্ব মোডে ব্যতিক্রম পদ্ধতি অনুসরণের সুযোগও রয়েছে। এজন্য ‘টার্ন অন নাও’ বাটনের নিচের অপশনে চাপ দিলে কোন কোন অ্যাপের নোটিফিকেশনে চালু রাখবেন সে অপশনও রয়েছে। 

ফিচারটি শিডিউল করবেন যেভাবে
১. সেটিংস থেকে ডু নট ডিস্টার্ব অপশনে ট্যাপ করুন। 
২. এরপর ‘শিডিউল’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন। 

এর ফলে শিডিউলের একটি তালিকা দেখা যাবে। তালিকা থেকে পছন্দের অপশনটি বেছে নিতে এর পাশের টগল বাটনে ট্যাপ করুন। 

স্লিপিং: ম্যানুয়ালি সেট করা ঘুমের সময়ে সব নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। 

ইভেন্টস: ক্যালেন্ডারের নির্দিষ্ট তারিখের কোনো ইভেন্টের সময়ে নোটিফিকেশন বন্ধ করা যাবে। 

গেমিং: গেম খেলার সময় নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। 

ড্রাইভিং মোড: গাড়ি চালানো ফোন শনাক্ত করলেই নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে। 

অ্যাড মোর: নিজের একটি সময়সূচি তৈরি করা যাবে। নিজের মতো কাস্টম শিডিউল তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
• ‘অ্যাড মোর মোর’ অপশনে ট্যাপ করুন ও টাইম অপশন নির্বাচন করুন। 
• শিডিউলের জন্য একটি নাম টাইপ করুন ও অ্যাড অপশনে ট্যাপ করুন। 
• ‘ডে’ অপশন থেকে সপ্তাহের কোন কোন দিন ফিচারটি চালু রাখতে চান তা নির্বাচন করুন। এরপর ডান অপশনে ট্যাপ করুন। 
•স্টার্ট ও এন্ড অপশনের মাধ্যমে ফিচারটি চালু ও বন্ধ করার সময় নির্বাচন করুন। 

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট