হোম > প্রযুক্তি

স্থগিতই থাকছে টুইটারের ‘ব্লুটিক’ সেবা

প্রযুক্তি ডেস্ক

টুইটারের ব্লুচেক সাবস্ক্রিপশন শিগগিরই পুনরায় চালু হচ্ছে না। ইলন মাস্ক স্থানীয় সময় সোমবার এক টুইটে জানান, ‘আমরা ব্লুচেক সাবস্ক্রিপশন ফিরিয়ে আনার পরিকল্পনা আপাতত পেছাচ্ছি। আমরা যত দিন না পর্যন্ত ভুয়া অ্যাকাউন্ট রোধ করতে পারব বলে নিশ্চিত হব, তত দিন পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

টুইটে ইলন মাস্ক আরও বলেন, ‘আমরা সংস্থাগুলোর জন্য ভিন্ন রঙের চেক মার্ক করতে পারি।’

আরেকটি টুইটে ইলন মাস্ক জানান, গত সপ্তাহে ১ কোটি ৬০ লাখ সক্রিয় দৈনিক ব্যবহারকারী বেড়েছে টুইটারে, যা এযাবৎকালের সর্বোচ্চ। 

আগে ব্লুটিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লুটিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এর আগে স্থানীয় সময় ১১ নভেম্বর টুইটার তাদের ব্লুটিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। ব্লুটিক সাবস্ক্রিপশন সেবা চালু করার ফলে ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় টুইটার। এর একদিন পরেই ব্লুটিক সাবস্ক্রিপশন চলতি মাসের ২৯ তারিখ আবার চালু করার ঘোষণা দেন ইলন মাস্ক।

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার