হোম > প্রযুক্তি

২০২৪ সালের ম্যাকবুক, আইপ্যাডে থাকবে ৩ ন্যানোমিটার চিপসেট

নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়। 

মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে। 

তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না। 

তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে। 

ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে

নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে। 

কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়। 

এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার